img

ঢালিউড অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে  সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। প্রায়ই তাকে দেখা যায়, নানান মুহূর্ত ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিতে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরতে। চমকে দেন তার ভক্ত-অনুরাগীদের। 

তবে এবার পরীমনি আলোচনা-সমালোচনায় এলেন নিজের জন্মদিনের অনুষ্ঠান কেন্দ্র করে। তার এবারের জন্মদিন যেন বানিয়ে দিলেন নতুন নাট্যমঞ্চ হিসাবে। সুদূর মালয়েশিয়া সফর, লম্বা আয়োজনে কেক কাটার ধুম— সব মিলিয়ে তার জন্মদিনের উৎসব চলে টানা দুই সপ্তাহেরও বেশি। পরীমনির এই জন্মদিন নিয়েই ‘লোকদেখানো পার্টির’ অভিযোগ তোলে একটি স্ট্যাটাস দিয়েছিলেন অভিনেত্রী প্রসূন আজাদ।  

সামাজিক মাধ্যমে সেই স্ট্যাটাসের পর দুঃখ প্রকাশ করে পরীমনি লিখেছেন, আপনার খারাপ লেগেছে, আপনি আমাকে একটা টেক্সট দিতে পারতেন আপু। আমি খুবই দুঃখিত আপনার কাছে। নিরাপত্তাকর্মীদের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, অনুষ্ঠানে তার নিয়োগ করা কেউ ছিল না। ওই ব্যক্তিরা ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সদস্য। তাদের কাজ ছিল কেবল নিরাপত্তা নিশ্চিত করা।

পরীমনি বলেন, তারা কাউকে অপমান করার জন্য ছিল না। বরং গেটে ওরা না থাকলে অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ভিড় সামাল দেওয়া যেত না। এভাবেই অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করা সম্ভব হয়েছে। 

অভিনেত্রী বলেন, প্রিয় প্রসূন আজাদ, আপনি লিখেছেন যে আমি আমার লোকদেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে এনে অপমান করেছি! আপনি বলেছেন— আমি আমার নাম রৌশন করতে সান্ডা-পান্ডা লোক রাখি, যারা গেস্টদের জিজ্ঞেস করে, তারা কারা। তিনি বলেন, আচ্ছা আপু, সত্যিই কি মনে হয় আমি আপনাকে ছোট করার জন্য আমার ইভেন্টে দাওয়াত করব? কখনোই না, বোন।

পরীমনি আরও বলেন, আপনি জানেন— আমি আপনাকে কতখানি পছন্দ করি। আমাদের দেখা না হলেও আপনার এক টিভি সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নাম্বার নিয়ে কল করেছিলাম। 

তিনি বলেন, সেদিন অনেক কথা হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম—'আপনি একজন খাঁটি মানুষ, পিওর সোল।' আপনার বাচ্চাদের নিয়ে আপনার জার্নিটা আমাকে সত্যিই অনুপ্রাণিত করে।

উল্লেখ্য, অভিনেত্রী প্রসূন আজাদ সামাজিক মাধ্যমে খোলামেলা মনোভাবের জন্য পরিচিত। সম্প্রতি পরীমনির জন্মদিনের আমন্ত্রণে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তার, তা সরাসরি জানিয়ে দিলেন সামাজিক মাধ্যম ফেসবুকে। তার পোস্ট থেকেই পরিষ্কার— অভিনেত্রীর এই জাঁকজমকপূর্ণ পার্টি বাইরে থেকে ঝলমল করলেও অতিথিদের প্রতি সম্মান দেখানোর জায়গায় ছিল বড় ঘাটতি।

সামাজিক মাধ্যমে প্রসূন আজাদ লিখেছিলেন— 'পরীমনি' মানুষের দাওয়াত দেয়, মানুষ যায়। যাওয়ার পর অনেকগুলো সান্ডা-পান্ডা লোক দাঁড়িয়ে থাকে। যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করবে— আপনি কে?

অভিনেত্রী বলেন, আমি মিডিয়ার কারও দাওয়াতে যাই না। মেট্রো, রিকশা পেরিয়ে অনেক কষ্ট করে গিয়েছিলাম। কারণ সে আমার পছন্দের মানুষ। পরী, তুমি আমাকে লোকদেখানো পার্টিতে ডেকে এদের দিয়ে না জিজ্ঞেস করালেও পারতে— আমি কে?

এই বিভাগের আরও খবর


সর্বশেষ